Your Cart
:
Qty:
Qty:
Tk
(Tk )
Tk
Remove
Remove

কি ভাবে রান্না করবেন ?
তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিয়ে এতে ঘি যোগ করুন। দুধ ঘন হয়ে গেলে তাতে মিশিয়ে দিন গুঁড়া দুধ। এরপর ২ মিনিট অপেক্ষা করুন ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দুধ ক্ষীর হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে নিন। একটি পাত্রে প্রথমে কিছু সেমাই দিয়ে একটি স্তর তৈরি করুন। দ্বিতীয় স্তরে দুধের তৈরি ক্ষীর দিন। তার উপরে দিন কনডেনসড মিল্কের লেয়ার। এর উপরে ভাজা সেমাই ছড়িয়ে দিন। তারপর কাজুবাদাম, পেস্তাবাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিন। এবার ১০-১৫ মিনিটের মতো ডিপ ফ্রিজে রাখুন সেমাই। তারপর পরিবেশন করুন মজাদার শাহি নাবাবি সেমাই।